নেপাল থেকে ভারত হয়ে আসছে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ, চুক্তি সই

নেপাল থেকে ভারত হয়ে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করতে চুক্তি সই হয়েছে। বৃহস্পতিবার কাঠমান্ডুর এক হোটেলে বাংলাদেশের বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি), নেপালের বিদ্যুৎ কর্তৃপক্ষ (এনইএ) এবং ভারতের এনটিপিসি বিদ্যুৎ ব্যবসা নিগম লিমিটেডের (এনভিভিএন) মধ্যে এ চুক্তি সই হয়।

এই চুক্তির অধীনে আগামী বছরের জুন থেকে নভেম্বর পর্যন্ত পাঁচ মাসের জন্য নেপাল থেকে ভারতের মাধ্যমে বাংলাদেশে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করা হবে।

চুক্তি সই অনুষ্ঠানে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, নেপালের জ্বালানি, পানি সম্পদ ও সেচ মন্ত্রী দীপক খাড়কা, বাংলাদেশের পানি সম্পদ সচিব নজমুল আহসান এবং বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি উপস্থিত ছিলেন।

গত জুনে ক্ষমতাচ্যুত সরকারের ক্রয়–সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে নেপাল থেকে বিদ্যুৎ আমদানির একটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। ভারতের গ্রিড ব্যবহার করে এই বিদ্যুৎ বাংলাদেশে আসার কথা। সে সময় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল, এজন্য ভারতকে দিতে হবে ট্রেডিং মার্জিন ও ট্রান্সমিশন খরচ। এতে প্রতি ইউনিটের দাম পড়বে ৮ টাকা ১৭ পয়সা।

গত জুনে এ প্রকল্প অনুমোদনের সময় আরও জানানো হয়েছিল, নেপালের জলবিদ্যুৎ ভারতীয় সঞ্চালন লাইন হয়ে কুষ্টিয়ার ভেড়ামারা উপকেন্দ্র দিয়ে আমদানি করা হবে।

চুক্ত সই অনুষ্ঠানে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘এই চুক্তি আঞ্চলিক জ্বালানি বাণিজ্য সম্প্রসারণে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এটি শুধু তাৎক্ষণিক বিদ্যুৎ চাহিদা পূরণের বিষয় নয়, বরং আমাদের দেশগুলোর দীর্ঘমেয়াদি এবং পরিবেশবান্ধব জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার প্রক্রিয়াও।’

এর আগে পরিবেশ উপদেষ্টা নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির সাথে সিংহ দরবারে সাক্ষাৎ করেন এবং দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন।

About Admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *